মিথ্যে স্বপ্ন
মিথ্যে স্বপ্ন
- মহেশ
কতটা কষ্ট লুকিয়ে রাখি,
হাসির ভেতর ছায়া ঢাকি।
ভালোবাসা নামে এক গল্প শুনি,
শেষে শুধু মিথ্যে থাকে বাকি।
চেয়েছিলাম একমুঠো আশা,
হাতে ধরতে পারিনি কভু,
যত কাছে গিয়েছি তত দূর তুমি,
শুধু ফাঁকা কথার ঋণ রইলো রভু।
দুঃখই সঙ্গী, কষ্টই গান,
ভালোবাসা এক মিথ্যে স্বপ্নের নাম।
চাইনি কিছু, তবুও হারালাম,
আশার আলোও শেষ অবধি ভাঙা।
রাত জাগা চোখে ভোরের খোঁজ,
আকাশও ক্লান্ত, দেয় না কোনো সাড়া।
প্রেমের কথাগুলো কেবলই ধোঁকা,
সবই যে মিথ্যে, সবই যে হারা।
দুঃখই সঙ্গী, কষ্টই গান,
ভালোবাসা এক মিথ্যে স্বপ্নের নাম।
চাইনি কিছু, তবুও হারালাম,
আশার আলোও শেষ অবধি ভাঙা।
শেষে বলি, তবুও বাঁচি,
আশার ধুলো বুকে মেখে।
একদিন হয়তো আসবে সেই আলো,
যা ভাঙা স্বপ্ন জোড়া লাগাবে।