তোমার পথেই চলবে জীবন
তোমার পথেই চলবে জীবন
- মহেশ
আমি জানতাম না, এতো দূরে যাবে,
স্বপ্নগুলো সব, ছায়ায় মিলাবে।
ভেবেছিলাম বুঝি, একটু ভালোবাসা,
শেষ হলো সবই, নেই আর আশা।
তুমি সোজাসুজি, বলেই দিলে আজ,
আমি তোমার কেউ নই, নেই কোনো সাজ।
তোমার পথ তুমি, আপন মনে চলো,
আমি সরে যাবো, হারিয়ে যাবো জল।
বিয়ের স্বপ্নটা, স্বপ্নই রবে,
তোমার জীবনে, আমি আর কবে?
ভালো থেকো তুমি, এই আশীর্বাদ,
আমি গান গেয়ে, কাটাবো রাত।