ভাগ্যের খেলায় আমি পরাজিত


             ভাগ্যের খেলায় আমি পরাজিত
 
                              —মহেশ 


দোষ আমারই, আমি যে অল্পতে জড়িয়ে পড়ি,
ভালোবাসি বড্ড বেশি, তাই একাই কাঁদি রোজ নিশীথি।
জীবনে কেউই চিরস্থায়ী নয়,
যাকে আপন ভাবি, সে-ই দূরে সরে যায়।


ভাগ্য আমায় খেলনা বানায়,
আলো দেখায়, আবার আঁধারে ঠেলে দেয়।
কেন এতো শূন্যতা, কেন এতো অভিশাপ,
কেন ভালোবাসা আমায় মৃত্যুর চেয়েও কষ্ট দেয়?


ভাগ্যের খেলায় আমি পরাজিত,
বুকে পাথর বেঁধেও পারিনি জিততে।
ভালোবাসা আমায় কাঁদিয়ে রাখে,
একা ফেলে, তবু মরতে দেয় না।


কার কাছে যাবো, কাকে বলবো?
আমার কষ্টের ভাষা কি কেউ বোঝে?
ছেলেদের চোখে জল মানায় না,
তাই বুকের ভেতর আগুন জ্বলে।


আমি চাই নিঃশব্দ এক বিদায়,
এই জীবনের সাথে শেষ হোক এই ব্যথা।
তবে কেন মৃত্যু আমায় ডাকে না?
কেন এতো কষ্ট দিয়ে রেখে দেয় ভাগ্য?


ভাগ্যের খেলায় আমি পরাজিত,
বুকে পাথর বেঁধেও পারিনি জিততে।
ভালোবাসা আমায় কাঁদিয়ে রাখে,
একা ফেলে, তবু মরতে দেয় না।


আমি কি কেবলই ভুলের গল্প?
ভালোবাসা কি আমার জন্য নয়?
ভাগ্যের খেলায় আমি নিঃস্ব,
তাই একা পথের ধুলোয় হারিয়ে যাই...





Popular posts from this blog

আমি ছায়া হয়ে থাকবো"

তোমার পথেই চলবে জীবন