আমি ছায়া হয়ে থাকবো"
আমি ছায়া হয়ে থাকবো
-মহেশ
আমি তোমার ছায়া হয়ে থাকবো, যতদিন তুমি থাকবে একা,
যেদিন আসবে কেউ হৃদয়ে, সেদিন হবো স্মৃতি ধূসর রেখা।
অভিযোগ ছাড়াই হারিয়ে যাবো, এক নিঃশব্দ বিদায় বয়ে,
তবু আমার নামটি রবে, তোমার মনের কোণে কোন এক কোণে।
আবেগ আজ নিঃশেষ হলো, অতীতটা বিষাক্ত শুধু,
স্মৃতি সব হারিয়ে গেছে, অভিশপ্ত এক সুর বয়ে।
মিথ্যে প্রেমের মোহে জড়িয়ে, আবার কেন হারাই বলো?
নিজেকে ভালোবাসাই শ্রেষ্ঠ, এ জীবন আমায় তা শেখালো।
ভালোবাসা যদি সত্যি হতো, তবে কি এভাবে ভাঙতো?
যে হাত ধরেছিল একদিন, সে কি আজও একই থাকতো?
তাই বলি প্রেমে না পড়ে, নিজ প্রেমে থাকাই ভালো,
বেঁচে থাকার মানে জীবন, সে জীবনকে ভালোবেসে চলো।
আবেগ আজ নিঃশেষ হলো, অতীতটা বিষাক্ত শুধু,
স্মৃতি সব হারিয়ে গেছে, অভিশপ্ত এক সুর বয়ে।
মিথ্যে প্রেমের মোহে জড়িয়ে, আবার কেন হারাই বলো?
নিজেকে ভালোবাসাই শ্রেষ্ঠ, এ জীবন আমায় তা শেখালো।