বন পারুলের ব্রিজের তীরে,

বন পারুলের ব্রিজের তীরে

     —-- মহেশ

বন পারুলের ব্রিজের তীরে,
বসেছি আমি বন্ধুদের নিয়ে,
ঢেউয়ের ফেনায় হাসি মিশে,
মন যে ভাসে গানের সুরে।

জল ডাকে মোরে, খেলা করতে,
সাথী মনে করে আমায়,
আমরা সবাই ঢেউয়ে ভাসি,
স্বপ্ন রঙিন জলধারায়। 

তবু কোথায় দুঃখ লুকায়,
বেদনার সুর বাজে মনে,
চাই যে ভালো রাখতে আমায়,
পারি কি আর সে পথ পেতে?

বিদায় মাসের বিকেলে,
সূর্যের অনুপস্থিতি কে সঙ্গী করে,
বন্ধুরা মিলে বসে থাকি,
সেই বন পারুলের ব্রিজে। 

এই জীবন অপূর্ণতাতে,
ভেসে চলে দুই নৌকাতে,
আমি যে পারি না, পারি না পাড়ি দিতে,
ডুবতে চাই না, বাঁচতে চাই।

ওগো স্রোত, থেমো না তুমি,
গাহো গানের সুর নিরবধি,
বন্ধুদের নিয়ে হেসে খেলে,
কাটুক জীবন নীল ছোঁয়ায়।

ঢেউয়ের সাথে গাইতে গাইতে,
ভাসুক মন ঐ জোয়ারে,
আমি চাই বাঁচতে, আমি চাই বাঁচতে,
নতুন সুরে, নতুন আলোয়! 

Popular posts from this blog

আমি ছায়া হয়ে থাকবো"

ভাগ্যের খেলায় আমি পরাজিত

তোমার পথেই চলবে জীবন