সোনামুখীর বাউলের ডেউ
সোনামুখীর বাউলের ডেউ
- মহেশ
বাউল গানের সুর
মনোহরের মেলায় বাজে
একতারা মধুর
শ্রীখোল-করতালে ঝংকার তে
পূবালী সে হাওয়া
আখড়াতে আজ জেগে ওঠে
সাধুর গানের ছোওয়া
বাঁকুড়ার বুকে বাজে
বাউল গানের ঢেউ
মনোহরের সাধন গাথা
ছড়িয়ে পড়ে দেশে বিদেশে
শালী নদীর ধারে— ও ও ও...
জ্বলে প্রদীপ শিখা
দুঃখ-সুখের গানে মিশে
সাধুর পথের দীক্ষা
খেয়াঘাটে রং লেগেছে
রাঙায় সোনামুখী
মন ছুটে যায় বাতাস বয়ে
সে সুর ধরে রাখি
বাঁকুড়ার মানে সোনামুখী—
বাউল গানের দেশ
মনোহরের উৎসবে বাজে
সাধুদের গানের রেশ