নবজাগরণের সঙ্কেত
নবজাগরণের সঙ্কেত
রাজ্য ছারখার, পেছনে ধোঁয়া, সামনে ধূসর আশার রেখা,
কিছু লোক হাঁটে, চোখে আগুন, নতুন ঘর গড়ার দেখা।
নতুন কিছু স্বপ্ন নিয়ে, মুখে হাসি, ভিতরে রাজনীতির খেলা,
তারা বুনছে স্বপ্ন, কিনছে আশা মানুষের মন ফাঁদে ফেলা।
জনগণ বোকা নয়, কেবল ঘুমিয়ে থাকা আগুন,
যবে জেগে উঠবে, দেবে সে পৃথিবী কাঁপানো দাগুন।
তাদের বিশ্বাস করেছে ঠকিয়ে, যারা দেবতা সেজে,
তাদেরই মুখোশ খুলবে আজ, সত্যের আলো যে জ্বলে বেজে।
নারী আজ শিকার, শহরে গ্রামে চিৎকার,
হিংস্র কিছু দানবেরা ঘুরে, মানুষরূপী নরকচার।
ওরা মানুষ নয়, না পশু, নর্দমার বিষাক্ত ধোঁয়া,
কিন্তু আর নয়—এবার আসছে রক্তে লেখা নবজোয়া।
"অগ্নিযাত্রা" শুরু আজ, "প্রতিবাদের" উঠেছে ঢল,
"জনবিস্ফোরণ" হবে যেদিন, ভেঙে পড়বে মিথ্যার কোল।
"স্বাধীনচেতা", "নবনির্মাণ", "রূপান্তর" হবে হাতিয়ার,
নতুন এক বিপ্লব আসবে—গর্জে উঠবে জনতার।